মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভুঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলেদের প্রতিনিধিরা। সভায় মা ইলিশ রক্ষায় আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর...