ঢাকা:ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা যাতে ঘটাতে না পারে, সে জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। আমাদের দেশে এখন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। এ উৎসব যাতে শান্তিপূর্ণভাবে করতে পারে তার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কিন্তু একটি মহল চাচ্ছে, এ উৎসব যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সঙ্গে ও উৎসবমুখরভাবে পালন করতে না পারে। এজন্য একটি মহল চেষ্টা করে যাচ্ছে। এমন একটি মহল খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর...