প্রশ্ন:আমার জানার বিষয় হল, কোন কিছু পাওয়ার জন্য মানত করলে, সে জিনিস পাওয়ার পুর্বেই সে ব্যক্তি যদি মানতকৃত টাকা বা যা মানত করে, সেটা আদাই করে ফেলে, তাহলে সে যখন ওই জিনিসটা পাবে, তখন কি তার মানতকৃত বস্তু আবার আদাই করতে হবে? উত্তর:শর্ত পাওয়া যাওয়ার পরেই মানত পূরণ করা ওয়াজিব হয়। তাই শর্ত পাওয়া যাওয়ার পূর্বে কেউ যদি মানতকৃত জিনিস আদায় করে দেয়, তাহলে তা সাধারণ দান হিসেবেই ধর্তব্য হবে। শর্ত পাওয়া যাওয়ার পরে পুনরায় মানত পুরা করতে হবে। উল্লেখ্য যে, শরীয়তের দৃষ্টিতে মানতের চেয়ে নগদ দান-সদকার ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। সদকা দ্বারা আল্লাহ অধিক সন্তুষ্ট হন। আর মানত শরীয়তসম্মত। তবে সদকার চেয়ে উত্তম নয়। হাদিসে আছে, মানত দ্বারা কৃপণের মাল বের হয়। অর্থাৎ মানত কৃপণ লোকের কাজ। আবু...