নিখোঁজ ব্যক্তির সন্ধানে মেঘনায় উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। এ সময় আশপাশের অন্য নৌকা ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় পাঁচজনকে উদ্ধার করলেও মোহাম্মদ শরীফ (৩২) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার চরকিশোরগঞ্জের মোল্লারচরের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধারে অভিযান চলছে।আরো পড়ুন:ভালুকায় আগুনে ১৮ ঘর পুড়ে ছাই, নিহত ১গ্রামের বাড়িতে চির নিদ্রায় শায়িত ফায়ার ফাইটার নাঈম গ্রামের বাড়িতে চির নিদ্রায় শায়িত ফায়ার ফাইটার নাঈম নিখোঁজ শরীফ মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার মোহাম্মদ...