২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পিএম ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত ঘিরে আবারও নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। এবার বিষয়টির কেন্দ্রে আছেন পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নেতা ইয়োসি দাগান। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক চাপের মুখে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগোতে পারে। তার ভাষায়, এ ধরনের সিদ্ধান্ত ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। রোববার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক বৈঠকে বসেন নেতানিয়াহু এবং পশ্চিম তীরের কিছু বসতি স্থাপনকারী নেতা। বৈঠকের পর দাগান সাংবাদিকদের জানান, আলোচনায় তাদের দীর্ঘ সময় ব্যয় হলেও শেষ পর্যন্ত তিনি ও তার সহকর্মীরা গভীর উদ্বেগ নিয়ে বেরিয়ে এসেছেন। তার মূল উদ্বেগ—সরকার হয়তো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে অনুমোদন দিতে পারে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর...