ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে কড়া অভিযোগ তোলেন। পাশাপাশি, তিনি ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি দেন এবং তাদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দেন।বাগদাদ এই হুমকিকে ইরাকের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এ বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, “ইরাকের যে কোনো নাগরিকের ওপর হামলা পুরো জাতির ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।”বিশ্লেষক মোহাম্মদ বাঘের হেইদারি বলেন, নেতানিয়াহুর এমন বক্তব্য নতুন নয়। বহু বছর ধরেই ইসরাইলি কর্মকর্তারা ইরাকের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে আসছেন। প্রায় এক বছর আগে এমনই এক হুমকির ঘটনায় ইরাক জাতিসংঘে অভিযোগ দায়ের করেছিল, যার পর পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। খবর মেহের।ইসরাইলের সুদূরপ্রসারী পরিকল্পনাহেইদারি ব্যাখ্যা করেন, ইসরায়েলের ইরাকবিষয়ক নীতিতে রয়েছে...