বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ইউটিউবকেন্দ্রিক নাটকে তার ব্যস্ততা বেশি। একাধিক নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করলেও, নিলয়-হিমি জুটি বেশ জনপ্রিয়। এবার এ নায়ক আসছেন ছয় নায়িকা নিয়ে। ‘সুইট প্রেমিক’ নামে একটি নাটকে তাকে দেখা যাবে এমন ব্যতিক্রম চরিত্রে। এতে তার বিপরীতে রয়েছেন তানিয়া বৃষ্টি, শান্তি রহমান, অর্পা, স্নেহা, অরিন ও অন্বেষা। এছাড়াও দেখা যাবে মনিরা মিঠু, মাসুম বাসারকে। ফরিদুল ইসলাম নির্জনের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। একসঙ্গে ছয় নায়িকার নায়ক হিসাবে এটিই নিলয়ের প্রথম কাজ। এই ছয়জনের সঙ্গে নিলয়ের সম্পর্ক কীভাবে শুরু হয়, কোথায় গড়ায়, আর শেষ পর্যন্ত কীভাবে সামলাবে এই জটিলতা। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউবে চোখ রাখতে হবে নাটকটি দেখতে। বিকেল ৩টায় নাটকটি প্রকাশ হবে। ব্যতিক্রম এ চরিত্রে কাজ করতে প্রথমেই একটি...