মালদ্বীপের হুলহুমালের একটি দোকানে চুরির সময় নেপালি নারী ক্যাশিয়ারকে ছুরিকাঘাতের ঘটনায় এক বাংলাদেশি যুবককে গ্রেফতারের পর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর মিয়াকে (২৫) মামলার রায় ঘোষণার আগ পর্যন্ত কারাগারে রাখা হবে। আরও পড়ুনমালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি গ্রেফতারব্রিটেনে অভিবাসীদের বিরুদ্ধে রাজার হাঁস খাওয়ার অভিযোগ পুলিশ জানায়, শনিবার চুরির চেষ্টা চালানোর সময় জাহাঙ্গীর মিয়া দোকানের ২১ বছর বয়সী নেপালি নারী ক্যাশিয়ারের গলায় ছুরি চালায়। ঘটনার পরপরই হুলহুমালের পেজ দ্বিতীয়...