রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ৪টায় মালয়েশিয়ার জহর বাহরু শহরের এ দুর্ঘটনাটি ঘটেছে। স্বজন সূত্র জানায়, জীবিকার তাগিদে ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান লিটন চন্দ্র দাস। তিনি মালয়েশিয়ার জহর বাহরু শহরের মুদি দোকান চালাতেন। গত ২৮ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ সময় বিকাল ৪ টায় দোকান থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময়ে দ্রুত গতির একটি প্রাইভেটকারের ছাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় যুবক। নিহত যুবকের ছোট ভাই সম্পদ চন্দ্র দাস জানান, প্রতিদিনের মতো নিজের দোকানের জন্য মালামাল আনতে বের হন তিনি। পরে সড়ক...