মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের শাসক তালেবানের কাছে দাবি জানিয়েছেন, তারা যেন বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দেয়। পাঁচ বছর আগে ট্রাম্পই তালেবানের সঙ্গে যে চুক্তি করেছিলেন, তার ভিত্তিতেই কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহার ঘটে। গত ১৮ সেপ্টেম্বর লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র সরকার ‘বাগরাম ফেরত পাওয়ার চেষ্টা করছে’। তিনি বলেন, ‘আমরা ওটা কোনো মূল্য ছাড়াই দিয়ে দিয়েছিলাম। এখন সেই ঘাঁটিই ফেরত চাই।’ দুই দিন পর, ২০ সেপ্টেম্বর, নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি লেখেন, ‘যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি তাদের প্রকৃত নির্মাতা, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয়, তবে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে।’ তালেবান অবশ্য এ দাবি সরাসরি নাকচ করেছে। এর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এক ব্রিফিংয়ে (যা পরে...