বেল ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে নেত্রকোনায় শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। নেত্রকোনা:বেল ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে নেত্রকোনায় শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মন্দিরগুলোতে আনুষ্ঠানিকভাবে পূজা উদযাপন শুরু হয়েছে। এ বছর জেলায় মোট ৫১৩টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোতে সাজসজ্জা, আলোকসজ্জা আর ভক্তদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।ভক্ত-দর্শনার্থীরা জানাচ্ছেন, বছরের এই সময়টুকুই তাদের সবচেয়ে আনন্দের। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিমও মাঠে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।সার্বিকভাবে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখে নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান জেলার সবকটি মন্দিরে পুলিশ মোতায়ন করা হয়েছে এছাড়াও সাদা পোশাকে...