ব্যাট-বল হাতে দাপট দেখিয়ে কষ্টার্জিত জয়ে রোববার এশিয়া কাপ জিতে নেয় ভারত। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছ থেকে ট্রফিটা নিতে চায়নি দলটি। যে কারনে ট্রফি ছাড়ায় উল্লাসে মাতে তারা। এরপর সাংবাদ সম্মেলণে এসে সেই বিষয়ে মুখ খুলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি। সকলে বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।’ট্রফি হাতে না পেলেও অবশ্য ভারতের উদ্যাপন থেমে থাকেনি। কল্পনা করা ট্রফি নিয়ে উদ্যাপন করেন যাদকরা। দুই হাতে ট্রফি ধরে আছেন, এমন ভঙ্গিতে এগিয়ে যাওয়ার পর একসঙ্গে লাফিয়ে ওঠেন ভারতের সব ক্রিকেটার। তাঁদের ফটোসেশনের আনুষ্ঠানিকতাও শেষ হয়...