মেটা যদি নিজেদের ‘প্রজেক্ট ওরিয়ন’ নামের অগমেন্টেড রিয়ালিটি বা ভিআর স্মার্ট চশমাকে সত্যিকারের একটি পণ্য হিসেবে বাজারজাত করতে পারে, যা মানুষ কিনতে ও ব্যবহার করতে পারবে তবে পরবর্তী টার্গেট হিসেবে সম্ভবত রোবট তৈরির দিকে এগোবে মেটা। মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওয়ার্থের সঙ্গে কথা বলে এমন তথ্য দিয়েছেন সাংবাদিক অ্যালেক্স হিথ। তার প্রতিবেদন বলছে, আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল, মার্কিন সার্চ জায়ান্ট গুগল ও ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা যেভাবে রোবটিক্স নিয়ে কাজ করছে মেটাও এখন সেই পথেই এগোচ্ছে। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট লিখেছে, অন্যান্য কোম্পানির মতো হার্ডওয়্যার বা যন্ত্রপাতি তৈরির প্রতিযোগিতায় খুব একটা আগ্রহী নয় মেটা। কোম্পানিটি ‘মেটাবট’ নামের এক রোবট তৈরি করেছে, যার লক্ষ্য এমন সফটওয়্যার তৈরি, যা অন্যান্য কোম্পানি লাইসেন্স নিয়ে ব্যবহার করতে পারবে, বিষয়টি ঠিক গুগল যেমন...