জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর হোটেল ওয়েস্টিনের কাছ থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন। “বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, সে মামলায় মামুনূর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে।" এনায়েতের সঙ্গে মামুনুর রশীদের ‘খুব ঘনিষ্ঠ সম্পর্ক’ আছে জানিয়ে অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, "হোটেল বুকিং থেকে শুরু করে সব কাজই মামুনূর রশীদ করে আসছিল।" জাতীয় পার্টির রওশন এরশাদপন্থিরা গেল বছর জাতীয় কাউন্সিলে কমিটি গঠন করে যে নেতৃত্ব ঠিক করেছিল, তাতে মহাসচিব হিসেবে কাজী মামুনূর রশীদের নাম ঘোষণা করা হয়। এদিকে জাতীয় পার্টি এখন তিন খণ্ডে বিভক্ত। দুই বছরের কম সময়ের ব্যবধানে জিএম...