আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে ব্যাংককে শুরু হয়েছে ‘আওয়ারাপান ২’ সিনেমার শুটিং। আর এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দিশা পাঠানি। ‘আওয়ারাপান’ ইমরান হাশমির অভিনয় ক্যারিয়ারের অন্যতম এক সফল সিনেমা। এই সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে দর্শকের মাঝে সাড়া ফেলেছিলেন এই অভিনেতা। যেজন্য সিনেমার সিকুয়েলের কেন্দ্রীয় চরিত্রের জন্য ইমরান হাশমিকেই বেছে নিয়েছেন নির্মাতারা। তাঁর বিপরীতে প্রথমবারের মতো পর্দায় নিয়ে আসছেন দিশা পাটানিকে। থ্রিলার রোমান্টিক গল্পের সিনেমা ‘আওয়ারাপান ২’-এর ৫০ শতাংশ দৃশ্যের শুটিং ব্যাংককে হবে। কারণ, সিনেমার পুরো গল্প ব্যাংকককে ঘিরেই আবর্তিত। সে কারণে প্রধান অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি শুটিং ইউনিটের পুরো দল এক মাস থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককে অবস্থান করবেন। এটি বড় একটি শিডিউল, যেখানে প্রতিটি দৃশ্যকে বাস্তব করে তোলার জন্য শুট করার চেষ্টা করা হবে। প্রযোজক বিশেষ ভাট...