ঢাকা: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।ব্রিফিংয়ে সারাহ কুক বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে সিইসির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এজন্য আমরা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। বিশেষ করে ভোটার শিক্ষা, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও অন্যান্য নির্বাচনী সহায়তা দিতে ব্রিটিশ হাইকমিশন কাজ করবে।”এর আগে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সাথে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন সারাহ কুক।উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে বিভিন্ন...