খাগড়াছড়ি:খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও অস্থিতিশীলতা ছড়ানোর পেছনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং এর অঙ্গসংগঠনগুলো জড়িত।বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউপিডিএফ বিভিন্ন স্থানে সংঘর্ষ সৃষ্টি করে। সেই ঘটনার এক বছর পূর্তিতে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসজুড়ে তারা আবারও প্রতিবাদ মিছিল, অবরোধ ও সহিংসতার চেষ্টা চালায়।২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে সন্দেহভাজন শয়ন শীলকে গ্রেফতার করে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ। এরপরও ইউপিডিএফ-এর অঙ্গসংগঠন পিসিপি নেতা উখ্যানু মারমার নেতৃত্বে বিক্ষোভ, মানববন্ধন ও হরতালের ডাক দেয়া হয়। অনলাইনে প্রবাসী ব্লগার ও কিছু দায়িত্বশীল ব্যক্তির উস্কানিমূলক প্রচারণায় উত্তেজনা বাড়তে থাকে।২৬ সেপ্টেম্বর অবরোধ চলাকালে ইউপিডিএফ কর্মীদের প্ররোচনায় উশৃঙ্খল জনতা সেনা টহল দলের ওপর ইট-পাটকেল...