বৃদ্ধাশ্রমে দুর্গাপূজার স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন বাসিন্দারা শরতের স্নিগ্ধ সুন্দর শিউলি বিছানো গালিচায় শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়েছে রবিবার (২৮ সেপ্টেম্বর)। চারিদিকে এখন উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীরা তাদের পরিবার নিয়ে যাচ্ছেন প্রতিটি মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার দর্শন পেতে। করছেন আগামী দিনে শান্তিতে ও সমৃদ্ধপূর্ণ জীবন কামনায় প্রার্থনা। এর মধ্যে হাসি নেই কিছু মানুষের মধ্যে। পরিবার থেকে বিচ্ছিন্ন তারা বৃদ্ধাশ্রমে কাটাচ্ছেন একাকী জীবন। জীবন সায়াহ্নে যাদের নাতি-নাতনী আর ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটানোর কথা, তাদের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। তাদের কাছে পূজার উৎসব মলিন। উৎসবের গল্পে শুধুই স্মৃতির ভিড়।আরো পড়ুন:শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপনে পুলিশের একগুচ্ছ পরামর্শআখাউড়া স্থলবন্দরে ৪ দিনের ছুটি শুরু শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপনে পুলিশের একগুচ্ছ পরামর্শ তারা নিজেদের সোনালি অতীতের নানা স্মৃতির...