ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তাপ কাজ করে। কিন্তু এবারের এশিয়া কাপ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ক্রিকেটের লড়াইয়ে টেনে এনেছে রাজনীতি। স্বয়ং ভারতীয় প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজনীতি থেকে ক্রিকেটকে আলাদা করতে পারেনি। এশিয়া কাপের ফাইনালের লড়াইকে তিনি তুলনা করেছেন অপারেশন সিঁদুরের সঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিও তার কথার পাল্টা জবাব দিয়েছেন। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর এই জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করেছেন মোদি। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলে ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ অ্যাকাউন্টে মোদি লিখেছেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’ পিসিবির চেয়ারম্যান নাকভি...