শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসব। প্রতি বছর দুর্গাপূজায় বহুমুখী ব্যস্ত থাকেন সুকণ্ঠী গায়িকা দেবলীনা সুর। এবারের পূজাতেও টিভি থেকে শুরু করে পূজার মণ্ডপ পর্যন্ত তার ব্যস্ততা লেগেই আছে। দেবলীনা সুর বললেন, এরই মধ্যে দুর্গাপূজা ও তার কাজ নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন করা হচ্ছে। আগামী ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে একক সংগীত পরিবেশন করবেন দেবলীনা। এ ছাড়া আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) এটিএন বাংলার সরাসরি লাইফস্টাইল অনুষ্ঠান ‘লাইফ অ্যান্ড বিউটি’তে অতিথি হিসেবে থাকবেন তিনি। একই রাতে আরটিভিতে প্রচার হবে ‘এই রাত তোমার আমার’ গানের অনুষ্ঠান। দেবলীনা সুর বলেন, ‘প্রতি উৎসবেই আসলে ব্যস্ততা বাড়ে। তবে পূজা এলে সেটার...