ভারত-পাকিস্তান ফাইনালের মধ্য দিয়ে এশিয়া কাপের পর্দা নামলেও এর রেশ কাটছে না। টুর্নামেন্ট জুড়ে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যকার মাঠের ভেতর ও বাইরের নানান ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। বাদ যায়নি গতকালের ফাইনালও। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে রেকর্ড নবমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু ট্রফি বিতরণীতে বাধে নতুন বিপত্তি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসীন নাকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানানো ভারত দল শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করেছে। ওদিকে ভারতের আচরণ ক্রিকেটের জন্য অসম্মানজনক হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। চ্যাম্পিয়ন দলকে ট্রফি না দেওয়ায় নাকভির ব্যাপারে আইসিসির নভেম্বরের সভায় কঠোর প্রতিবাদ জানানোর হুমকি দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া। এর বাইরে চ্যাম্পিয়ন দলকে জানানো ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা...