সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্ব তখন শেষ। ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ বললেন, “আপনারা জিজ্ঞেস করেননি, তবে এটা সৌজন্যের মতো, আমার পক্ষ থেকে, জানি না… বিতর্ক হতে পারে নাকি না…” তার পাশের চেয়ারে বসে থাকা আভিশেক শার্মা তখন আগ্রহ নিয়ে তাকালেন অধিনায়কের দিকে। সংবাদ সম্মেলনে সবার কৌতূহলী দৃষ্টিও সুরিয়াকুমারের দিকে। মুচকি হেসে তিনি বললেন, “বিতর্কের কিছু নেই, এটা তো ভালো ব্যাপার। এই টুর্নামেন্টে আমার সব ম্যাচের ম্যাচ ফি আমি দিতে চাই ভারতীয় সেনাবাহিনীকে।” বিতর্কের কথা বলতে সুরিয়াকুমার প্রথম ম্যাচের পরের ঘটনার দিকেই ইঙ্গিত করছেন। সেদিন টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক। ম্যাচের পর পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। পরে পুরস্কার বিতরণী আয়োজনে সুরিয়াকুমার জয় উৎসর্গ করেন ভারতের সশস্ত্র বাহিনীকে এবং একাত্মতা ঘোষণা করে পেহেলগামে...