খবর টি পড়েছেন :১৬৬এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েও ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে শুরুতে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে দারুণ এক ইনিংস খেলেছেন তিলক ভার্মা। ২ বল থাকতে ৫ উইকেটের জয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২৮েসেপ্টেম্বর রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে ৯.৪ ওভারে ৮৪ রান তুলে ফেলেন ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। সেখান থেকে ১৩১ রানে ৫ উইকেট এবং ১৪১ রানে যেতে পাকিস্তানের ৯ উইকেট পড়ে যায়।ফারহান ফিরে যাওয়ার আগে ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও তিনটি ছক্কা আসে। অন্য ওপেনার ফখর জামান চতুর্থ ব্যাটার হিসেবে ৩৫ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৬ রান করে আউট হন।তিনে নামা সাঈম আইয়ূব ১৪ রান...