খবর টি পড়েছেন :১৩৩আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় সিরিজের জন্য দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকরা। দলে ফিরেছেন সৌম্য সরকার। ইনজুরিতে পড়া লিটন দাসের জায়গায় নেওয়া হয়েছে তাকে।জানা যায়, এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি লিটন। তার জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন জাকের।এশিয়া কাপ খেলতে আমিরাতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফেরেননি। এশিয়া কাপের দলটাই আফগান সিরিজের জন্য রেখে দেওয়া হয়েছে। শুধু লিটনের বদলি নেওয়া হয়েছে সৌম্যকে। শারজাহতে ২, ৩ ও ৫ অক্টোবর সিরিজ খেলবে বাংলাদেশ।লিটনের ইনজুরি নিয়ে বিসিবির বার্তায় ফিজিও বলেছেন, ‘এমআরআই রিপোর্টে লিটনের পাজরের বাঁ পাশের মাংসপেশিতে গ্রেড ওয়ান পর্যায়ের ইনজুরি শনাক্ত হয়েছে। টি-২০ সিরিজে খেলতে পারবেন...