হ্যাকাররা ভারতীয় হ্যাকারদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের কোনো আইটি অবকাঠামো আক্রমণের শিকার হলে, ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে।’ বাংলাদেশের ওয়েবসাইটে সাম্প্রতিক ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় এবার ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় ও পুলিশের হাজারো ওয়েবসাইট হ্যাকড হয়েছে। নিজেদের অভিযানের দায় স্বীকার করেছে একদল হ্যাকার। হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোর তালিকায় রয়েছে হরিয়ানা বিধানসভার সরকারি সাইট। এসব ওয়েবসাইটে ঢুকলে দেখা যাচ্ছে ‘Hacked by Sheikh Hasina’ লেখা একটি ব্যানার। সেখানে ব্যবহার করা হয়েছে গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এছাড়া শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যঙ্গ করে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়েছে। হ্যাকাররা ভারতীয় হ্যাকারদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের কোনো আইটি অবকাঠামো আক্রমণের শিকার হলে, ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে...