চিলিতে শুরু হওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের উদ্বোধনী রাউন্ডে উত্তেজনা ছড়িয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকো দলের পারফরম্যান্সে। আর্জেন্টিনা ১০ জনের খেলোয়াড় নিয়ে কিউবাকে ৩-১ গোলে হারিয়েছে, অন্যদিকে ২-১ গোলে এগিয়ে গিয়েও মেক্সিকোর সঙ্গে ড্র করেছে ব্রাজিল। রবিবার এলিয়াস ফিগুয়েরোয়া ব্র্যান্ডার স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আলেহো সার্কো আর্জেন্টিনাকে এগিয়ে নেন। তবে মাত্র ১০ মিনিটের মধ্যেই সান্তিয়াগো ফার্নান্দেজ লাল কার্ড পান, যার ফলে দল একজন কম নিয়ে খেলতে থাকে। কোচ ডিয়েগো প্লাসেন্টে রিভিউ চাইলেও রেফারি সিদ্ধান্ত অপরিবর্তিত রাখেন। প্রথমার্ধের শেষ দিকে সার্কো আবার হেড দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন। যোগ সময়ে ইয়ান সুভিয়াব্রে দলকে ৩-১ ব্যবধানে জিতিয়ে মাঠ ছাড়েন। বয়সভিত্তিক টুর্নামেন্টের সফলতম দল আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে এবং গ্রুপ পর্ব শেষ করবে ইতালির বিপক্ষে। মেক্সিকো ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায়। আলেক্সেই ডোমিঙ্গেজ, তাহিয়েল জিমেনেজের...