রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠ এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন বলে জানিয়েছেন রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান। মারা যাওয়া রবীন্দ্রনাথ দেবনাথ (৭০) জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের বাসিন্ধা। স্থানীয়দের বরাতে ওসি মিজানুর রহমান বলেন, “রবীন্দ্রনাথ দেবনাথ রেললাইনের উপর দাঁড়িয়ে ছিল। রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আসা দেখে লোকজন তাকে সরে যেতে বললেও তিনি কারও কথা না শুনে সেখানে দাঁড়িয়ে থাকেন। পরে ট্রেনে কাটা পড়ে তার...