স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৭তম আসরে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে চ্যাম্পিয়ন হয়েও মেডেল বা ট্রফি গ্রহণ করেনি ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এটি ভারত-পাকিস্তানের প্রথম ফাইনাল। ভারত সেটিতে জিতল ঠিকই কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের পর সমালোচনার জায়গাটা রেখেই দিল। ভারতীয় ক্রিকেট দলের ট্রফি না নেওয়া নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। সূর্যকুমার যাদবের দলের সমালোচনা করে পাকিস্তান অধিনায়ক বলেন, ভারত ক্রিকেটকে অসম্মান করেছে। ম্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে এসে সালমান বলেন, ‘‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নাকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এ সব করতে শুরু করে? কোথায় শেষ হবে এ সব? ক্রিকেটারদের...