সোমবার সকাল ৭টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু বলে জানিয়েছেন সেখানকার জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, ৯ বছর বয়সী তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে গত বুধবার তানভীরের বাবা তুহিন হোসেনের (৩৮) মৃত্যু হয়। শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়ে ওই হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তুহিনের স্ত্রী ইভা আকতার (৩০) এবং আরেক ছেলে তাওহীদ (৩০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে শনিবার যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান জানিয়েছেন। পুলিশের ধারণা, দীর্ঘদিন পরিস্কার না করার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর তুহিনসহ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।...