শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছড়িয়েছে এবারের এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত হাই ভোল্টেজ সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। এর মধ্য দিয়ে আর্থিকভাবেও বড় অঙ্কের পুরস্কারও পেতে যাচ্ছে দলটি। প্রাইজমানির বিষয়ে এখনও অবশ্য আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, চ্যাম্পিয়ন দল এবার ৩ লাখ ডলার পাবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ ভারত চ্যাম্পিয়ন হিসেবে ৩ কোটি ৬৪ লাখ টাকা পেয়েছে। আর ফাইনালে হেরে যাওয়া পাকিস্তানের ঝুলিতে যাচ্ছে ১ কোটি ৮০ লাখ...