নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার চিত্রা নদীর পাড়ে মহিষখোলা পুরাতন সাবরেজিস্ট্রি অফিস জামে মসজিদ ও মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির, একই আঙিনায় প্রায় চার দশক ধরে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। পাশাপাশি অবস্থিত এই দুই উপাসনালয়ে মুসলিম সম্প্রদায়ের ইবাদত ও হিন্দু সম্প্রদায়ের উপাসনা মিলেমিশে চলছে। সময়মতো আজান ও নামাজ আদায় হচ্ছে, নিয়ম করে চলছে পূজা-অর্চনাও।স্থানীয়রা জানান, মহিষখোলা পুরাতন সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদ ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। এর উত্তর-দক্ষিণমুখী মহিষখোলা সার্বজনীন পূজা মন্দিরটিও একই সময়ে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর পূজা দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এবং একই আঙিনায় মসজিদ ও মন্দির দেখে মুগ্ধ হন।সরেজমিনে দেখা যায়, চিত্রা নদীর পাড়ে একটি ছোট মাঠের মধ্যে এই দুটি স্থাপনা বিদ্যমান। মাঠের পশ্চিম পাশে মসজিদ এবং উত্তর পাশে মন্দিরটি অবস্থিত। মন্দির...