শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গত শুক্রবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বিভিন্ন হল ও কটেজে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন চাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, কটেজ, ঝুপড়িসহ ক্যাম্পাস প্রাঙ্গণে যেখানেই সাধারণ শিক্ষার্থীদের দেখা মিলছে সেখানেই প্রার্থীদের প্রচারণা ও কুশল বিনিময় করতে দেখা গেছে। আবার যেসব শিক্ষার্থী ছুটিতে বাড়িতে গেছেন তাদের অনেকের সাথে অনলাইনেই চলছে চাকসু নির্বাচনের প্রার্থীদের যোগাযোগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (চাকসু) ও হল সংসদে ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন। অন্যদিকে, হল সংসদ নির্বাচনে ছাত্র এবং ছাত্রী হলগুলো থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন...