২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পিএম জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপ ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ বিষয়ক সংস্থা ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) মনে করে, পরিবেশ রক্ষা এবং বৈশ্বিক উষ্ণতার প্রভাব মোকাবিলায় এখনো অনেক ঘাটতি রয়ে গেছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি ইউরোপের দেশগুলোকে আরও সক্রিয় ও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও ১৯৯০ সালের পর থেকে ইইউভুক্ত দেশগুলোতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৩৭ শতাংশ কমেছে, তবে সামগ্রিকভাবে মহাদেশটির পরিবেশগত অবস্থা ভালো নয়। ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী ২০৪০ সালের মধ্যে ১৯৯০ সালের তুলনায় ৯০ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য স্থির করা হলেও এখনো সব দেশ এতে একমত হতে পারেনি। এর আগে জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও ইইউর ২৭ সদস্যরাষ্ট্র ২০৩৫...