দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:২৫:৩৩ দুর্গাপূজায় বিএনপির ছয় শতাধিক নেতাকর্মীর সহায়ক টিম গঠন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। নেত্রকোনা:হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশের মতো নেত্রকোণার দুর্গাপুরেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ সময়ে পূজা উদযাপনে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটি পূজামণ্ডপে গঠন করা হয়েছে সহায়ক টিম। স্থানীয়ভাবে গঠিত এ টিমে রয়েছেন বিএনপির ছয় শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।আজ রোববার (২৮ অক্টোবর) বিকেল থেকে কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পূজা চলাকালীন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন এসব নেতাকর্মীরা। অংশগ্রহণকারীরা জানান, হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মের উৎসবে পাশে থাকাই মূল উদ্দেশ্য। সেই দায়িত্ব পালন করতে পেরে তারা গর্বিত। ফলে...