বাংলাদেশে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় ব্রিটেন। এ জন্য প্রশিক্ষণসহ নানা সহায়তা করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। সারাহ কুক জানান, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কমিশনের সাথে খুবই কার্যকরী একটি বৈঠক হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে ইউকের পূর্ণ সহায়তা থাকবে। এজন্য নির্বাচন পরিচালনায় যুক্ত বিভিন্ন পক্ষকে প্রশিক্ষণে...