সমাবেশে হতাহতের ঘটনার পর থেকে কিছুই খাননি বিজয়। মর্মান্তিক ওই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্বজনেরা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য নিশ্চিত করেছে বিজয়ের দল টিভিকে। দলীয় সূত্রের দাবি, করুরের পদদলন নিয়ে স্বতন্ত্র তদন্ত হওয়া প্রয়োজন। এজন্য সিবিআই বা আদালত-মনিটর করা তদন্ত দাবি করেছে টিভিকে। এ বিষয়ে আগামীকাল আদালতে শুনানি হবে। শুনানির পর বিজয় নিহতদের পরিবারগুলোর সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি, চেন্নাইয়ে উচ্চ সতর্কতা ২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের, কোথায় আছেন থালাপতি? সূত্র আরও জানিয়েছে, বিজয়কে করুর ছেড়ে চেন্নাই ফিরে যেতে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে এবং রাজনৈতিক উত্তেজনা ঠেকাতে কর্তৃপক্ষ টিভিকে-কে পরামর্শ দেয় যেন রাজনীতি পাশে রেখে পরিস্থিতি শান্ত করার দিকে মনোযোগ দেওয়া হয়। তাই বিজয়...