আব্দুল গফফার শেখ উপজেলার চাপলডাঙ্গা গ্রামের মৃত আব্দুল বারিক শেখের ছেলে। তিনি দীর্ঘদিন লিভার ও কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘ ত্রিশ বছর ধরে তিনি বাস, হাট-বাজার ও সড়কে পত্রিকা বিক্রি করেছেন। বিক্রির সময় তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার গুরুত্বপূর্ণ হেডলাইন সুর করে গান গেয়ে গেয়ে বেচতেন। পত্রিকা বেচেই তার সংসার চলতো। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বনই ছিল পত্রিকা বিক্রি। স্ত্রী ও আট ছেলে-মেয়ে নিয়ে ছিল তার সংসার। পত্রিকা বিক্রি ছাড়াও গ্রামবাংলার নানা কাহিনি ও গল্পের অনুষঙ্গ নিয়ে তিনি শায়েরী বা লোক-কবিতা লিখতেন এবং তা হাটবাজারে স্বকন্ঠে পরিবেশন করতেন। জাতীয় পত্রিকার স্থানীয় পরিবেশক এম এম জামান বলেন, গফফার ভাই অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি ত্রিশ বছর ধরে আমার কাছ থেকে বিভিন্ন...