জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম। পিপি তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুদকের দায়ের করা মামলায় শামসুদ্দিন চৌধুরীকে আজ আদালতে হাজির করা হয়। দুদকের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এই আবেদন মঞ্জুর করেন আদালত। আদালতে শামসুদ্দিন চৌধুরীকে বিমর্ষ দেখা যায়। শুনানি শেষে দুপুর ১২টার দিকে তাঁকে আসামির কাঠগড়া থেকে আদালতের হাজতখানায়...