ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণে নতুন সুবিধা চালু করেছে। ব্যাংক গ্যারান্টির বিপরীতে এখন থেকে নন-বন্ডেড বা আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ২৫ সেপ্টেম্বর জারি করেছে এনবিআর।প্রজ্ঞাপনে বলা হয়, বন্ড ব্যবস্থাপনার বিদ্যমান শর্ত মেনে যেসব রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নেওয়া সম্ভব নয়, তাদের জন্য শুল্ক-কর পরিশোধ ছাড়াই কাঁচামাল বা পণ্য আমদানির সুযোগ দেওয়া হচ্ছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক নিরূপিত শুল্ক-করের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।এনবিআর আশা করছে, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি...