পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান ১৮ মাস ধরে কারাবন্দী থাকা সত্ত্বেও তাঁর জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে তাঁর মুক্তির দাবিতে হাজার হাজার কর্মী-সমর্থক বিশাল বিক্ষোভ ও গণজোয়ার সৃষ্টি করে।এই বিক্ষোভ কারাবন্দী ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের প্রতি জনগণের অবিচল সমর্থনকে তুলে ধরে।রাজনৈতিক মামলা ও সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগসমাবেশে পিটিআই-এর শীর্ষ নেত্রী এবং ইমরান খানের বোন, আলেমা খানও অংশ নেন এবং তাঁর ভাইয়ের অবিলম্বে মুক্তির দাবি জানান। বক্তারা দাবি করেন যে ইমরান খানের বিরুদ্ধে আনা দেড় শতাধিক মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা অবিলম্বে এসব মামলা তুলে নেওয়ার দাবি জানান।বক্তারা সরাসরি অভিযোগ করেন, সরকার ও সেনাবাহিনী যৌথভাবে ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে রাখতে চাইছে।রাজপথে সমর্থকদের জোয়ারএদিন হাজারো জনতা হাতে প্ল্যাকার্ড, দলের...