বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শিশু তানভীরের শরীরে ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত বুধবার দুপুরে শিশুটির বাবা মো. তুহিন ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান। গত ২০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়িতে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় তুহিন হোসেন (৩৮), তাঁর স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। দগ্ধের বোন ফারজানা আক্তার বলেন, ‘ঘটনার সময় সবাই গভীর ঘুমে ছিল। হঠাৎ এসি থেকে বিস্ফোরণের বিকট শব্দ হয় এবং...