সুমন আরও অভিযোগ করেন, এ সময় তার মায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা ও গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় । এরপর তারা গলা টিপে হত্যা চেষ্টা করলে স্বপনা বেগম চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আরিফের অভিযোগে মো. সুমন (৩৫), তার বড় ভাই সুজন (৪০) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন ও সুজন...