এশিয়া কাপ শেষ হয়ে গেলেও ভারত-পাকিস্তান বিতর্ক থামছে না। বরং তা বেড়ে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, তাদের সূর্যকুমার যাদবরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে গেছেন পিসিবি ও এসিসি চেয়ারম্যান মাহসিন নাকভি। ভারতের আশা, দ্রুত সেই ট্রফি ও মেডেল ভারতে ফেরত দেবেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান নাকভির বিরুদ্ধে আইসিসি’র কাছে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া বলেন, ‘যেহেতু ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে, তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগতভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। তার মানে এই নয় যে তিনি ট্রফি...