ভারতের তামিলনাড়ু রাজ্যে চলচ্চিত্র আর রাজনীতি যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। রুপালি পর্দার জনপ্রিয়তা প্রায়ই মানুষকে টেনে আনে রাজনীতির মঞ্চে। একসময় যাঁরা নায়ক-নায়িকা হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, পরে তাঁরা হয়ে ওঠেন লাখো মানুষের রাজনৈতিক আশ্রয়। তখন দর্শকেরা হয়ে ওঠেন ভোটার। এএমজিআর থেকে জয়ললিতা, রজনীকান্ত থেকে কমল হাসান এমনকি বর্তমান সময়ের থালাপতি বিজয়—তাঁরা সবাই অভিনয়জগৎ থেকে রাজনীতিতে পা রেখেছেন। রাজনীতিতে এসেও সমান জনপ্রিয়তা পেয়েছেন এসব তারকা। তাঁদের সমাবেশে ভক্ত-অনুরাগীদের ব্যাপক ভিড় দেখা যায়। গত শনিবারও তেমনটা ঘটেছিল। কারুর-রোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ওই জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এদিন ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুতে অভিনয়জগৎ থেকে রাজনীতিতে আসা...