৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রবেশপত্রে লিখে নকলের চেষ্টা করার দায়ে একজন চাকরিপ্রার্থীকে কঠোর শাস্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শাস্তি পাওয়া ওই প্রার্থীর রোল নম্বর ১৫০০১৫২০। ঘোষণা অনুযায়ী, তিনি আগামী এক বছর পিএসসির অধীনে অনুষ্ঠিত বিসিএস, নন-ক্যাডারসহ সব ধরনের চাকরির পরীক্ষায় নিষিদ্ধ বলে বিবেচিত হবেন। একই সঙ্গে নতুন করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলেও তাতে আবেদনের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালে ১৫০০১৫২০ রোল নম্বরধারী পরীক্ষার্থী প্রবেশপত্রে হাতে লিখে নকল করার চেষ্টা করেন, যা পিএসসির ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক...