মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে শরীফ নামে এক জেলে নিখোঁজ রয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার অদূরে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের চরহোগলা গ্রাম সংলগ্ন মেঘনায় ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। নিখোঁজ শরীফ (৩২) মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা। নারায়নগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, সকাল ৬টার দিকে মেঘনা নদীতে একটি ট্রলার করে ছয় জেলে মাছ শিকার করছিলেন। এ সময় বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ৫ জেলে সাতরিয়ে তীরে উঠতে পারলেও এক জেলে নিখোঁজ হন। এ ঘটনায় জড়িত বাল্কহেডটি আটক করা যায়নি। তবে...