বাংলাফ্যাক্ট জানায়, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, খাগড়াছড়িতে সেনাবাহিনীর সামনে সেটেলার বাঙালিরা প্রকাশ্যে জুম্মদের ওপর গুলি চালাচ্ছে। তবে যাচাই করে বাংলাফ্যাক্ট নিশ্চিত করে, ছবিটি খাগড়াছড়ির নয়। এটি ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর আওয়ামী সমর্থিত অস্ত্রধারীর গুলিবর্ষণের ছবি। রিভার্স ইমেজ সার্চে ছবিটি ২০২৪ সালের ৫ আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়। ‘প্রো আওয়ামী লীগ ম্যান ফায়ার্স অ্যাট এন্টি ডিসক্রিমিনেশন প্রটেস্টরস’ শিরোনামের সেই প্রতিবেদনে প্রকাশিত ছবিটির সঙ্গে আলোচিত ছবিটির মিল রয়েছে। ছবির ক্যাপশনে উল্লেখ ছিল, এটি চট্টগ্রামের এনায়েতবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার দৃশ্য। একই...