চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবী-দর্শন, দেবীর চরণে ভক্তদের অঞ্জলি এবং প্রসাদ বিতরণ চলছে। মঙ্গলবার মহাষ্টমীতে পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, এবার চট্টগ্রাম মহানগরীতে ২৯২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া জেলায় দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা ১ হাজার ৬১৪টি। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ১৮ ঘণ্টা করে পাঁচদিন সকল ধরনের ভারী...