২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম ইউরোপের দেশ স্পেনের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশের আবহাওয়া সংস্থা জনসাধারণকে সতর্ক করেছে, এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, যা নদীর পানি বৃদ্ধি এবং বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। সেই কারণে ভ্যালেন্সিয়ার স্কুল, বিশ্ববিদ্যালয় এবং পাবলিক স্থানগুলো সোমবার বন্ধ রাখা হবে। রোববার (২৮ সেপ্টেম্বর) স্পেনের আবহাওয়া সংস্থা (এএমেট) ঘোষণা করেছে, ত্যারাগোনা, কাস্তেলন ও ভ্যালেন্সিয়াতে সোমবারের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক’জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার কারণে ভ্যালেন্সিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান, লাইব্রেরি, পার্ক এবং বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সবাইকে নির্দেশ দিয়েছেন, সিভিল প্রটেকশন এবং জরুরি সেবার নির্দেশনা অনুযায়ী চলতে। ভ্যালেন্সিয়ার বাসিন্দারা রোববার দুপুরে তাদের ফোনে রেড এলার্ট বা জরুরি সতর্কবার্তা পেয়েছেন। সতর্কবার্তায়...