একে তো ভারতের কাছে শেষ মুহূর্তে হেরে এশিয়া কাপের ট্রফি হাতছাড়া হলো, তারওপর চ্যাম্পিয়ন ভারতীয় দল কর্তৃক এসিসি চেয়ারম্যান মাহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানানো- সব মিলিয়ে তুমুল ক্ষেপেছিলেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা।একঘণ্টা নানা টালবাহানা ও নাটকীয়তার পর ট্রফি মঞ্চে রানারআপ হিসেবে প্রাইজমানির চেক গ্রহণ করলেও পরক্ষণে সেটিকে ছুঁড়ে মারেন পাকিস্তান অধিনায়ক। এ সময় তাকে বেশ রাগান্বিত দেখাচ্ছিল। চেকের প্রতীকটি ছুঁড়ে ফেলার পর সালমান আগাকে দেখা গেলো সঞ্চালকের প্রশ্নের জবাব দিতে হেঁটে যাচ্ছেন।ফাইনাল জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ছিল ১৪৭ রানের। তিলক বার্মার অপরাজিত ৬৯ রানে ভর করে দুই বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় সূর্যকুমা যাদবের দল। দুর্দান্ত ইনিংসটি খেলার পথে সাঞ্জু স্যামসন (২৪) ও শিবাম দুবের (৩৩) সঙ্গে যথাক্রমে ৫৭ ও...